মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদের দুই ছেলে গ্রেপ্তার

নূর নিউজ: হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার একজনকে বরিশাল থেকে এবং আরেকজনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ উল্লাহ (২১)। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মমেন বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সে ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি।

এ জাতীয় আরো সংবাদ

বিমানবন্দরেই তাকরীমকে শুভেচ্ছা জানালো ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নূর নিউজ

মানবাধিকার রক্ষায় অটুট থাকবে পশ্চিমা মিশনগুলো

নূর নিউজ