মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ সোমবার (২৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি বলে জানান আনোয়ারুল ইসলাম।

এর আগে, সোমবার সকাল সাড়ে ৬টার পর আগুনে খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরো সংবাদ

মেয়র আইভীকে সাবধান হয়ে যাওয়ার হুশিয়ারি হেফাজত নেতার

নূর নিউজ

কাদিয়ানীদের অপপ্রচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

নূর নিউজ

ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নূর নিউজ