ভারতে মহানবী সা. ও উম্মাহাতুৃল মুমিনীন এর শানে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে
১০ জুন ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর শানে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ জুন’২২ইং শুক্রবার বাদ জুমু’আ, বায়তুল মোকাররম মসজিদ উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ এবং ওইদিন সারাদেশের জেলা ও মহানগর শাখায় পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিবেন সংগঠনের মুহতারাম নায়েবে আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান ও মাওলানা শোয়াবই আহমদ ও মাওলানা দেলাওয়ারে হাসাইন জাফরী প্রমুখ।
মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএন ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে শাহাদাতবরণকারীদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপুরণ, পঙ্গুত্ববরণকারীদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দিতে হবে।
সেইসাথে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি চিকিৎসার জন্য যারা ঢাকায় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন তাদের চিকিৎসাটেষ্ট, পরীক্ষা-নিরীক্ষার জন্য টাকা নেয়া হচ্ছে। ঔষধপত্র দেয়া হচ্ছে না।
রোগীদের স্বজনদের থাকা-খাওয়ার কোন ব্যবস্থা না থাকায় রোগীদের সাথে আসা স্বজনদের অনেক কষ্ট করতে হচ্ছে। এসবের যথাযথ ব্যবস্থা সরকারকে করতেই হবে।
চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা পরিদর্শণ
চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা পরিদর্শণ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতরাতে চট্টগ্রামে পৌঁছান।
তাঁরা ঘটনাস্থল পরিদর্শণ এবং ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও তাদের পরিবারের সদস্যদের মাঝে জরুরী চিকিৎসা সামগ্রী ও খাবার বিতরণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব জান্নাতুল ইসলাম সহ চট্টগ্রাম নগর ও জেলা নেতৃবৃন্দ।
নরসিংদীর গ্রেফতারকৃত বয়োবৃদ্ধা মহিলাকে অবিলম্বে মুক্তি দিন-ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, শালীনতা এবং সভ্যতার পক্ষেই সবসময় এ দেশের মানুষ।
সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে একজন নারীকে তাঁর অশালীন পোশাকের কারণে সামাজিক দায়বদ্ধতা থেকে কথা বলা অপর একজন নারীর বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন নেতৃদ্বয়।
নিজের মেয়েদের কথা চিন্তা করে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে একজন মা এমন অশালীন পোশাকে বের না হতে অনুরোধ করাকে ভিন্নখাতে প্রবাহিত করার দূরভিসন্ধি থেকে বের হয়ে গ্রেফতারকৃত বয়োবৃদ্ধা মহিলাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।