হজরত হাফেজ্জী হুজুর রহ. এর কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলামের নায়েবে আমির, জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসার মুহতামিম হজরত মাওলানা হাফেজ কারী আতাউল্লাহ হাফেজ্জি আজ জুমার আজানের কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
তাঁর ইন্তেকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব এক শোকবার্তা প্রদান করেন।
বেফাক প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রেরিত শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জির মৃত্যুতে ইসলামী অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবে না। তিনি দীনি ময়দানে একজন নিরলস কর্মবীর হিসাবে বিশাল ভূমিকা রেখে গেছেন। বেফাকের মুরব্বিদের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত এবং জান্নাতে তাঁর উচ্চ মাকাম কামনা করে, মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
বেফাক নেতৃবৃন্দ আজ ৪ এপ্রিল ২০২৫ জুমাবার রাত ১০টায় রাজধানীর কামরাঙ্গিরচর মাদরাসায় মরহুমের জানাযায় শরিক হওয়ার আহবান জানান।