মাওলানা আব্দুল হক জালালাবাদী রহ. ইন্তেকালে আল্লামা রাব্বানীর শোক

খতিব উবাইদুল হক রহ.-এর ছোট ভাই প্রবীণ আলেম মাওলানা আব্দুল হক জালালাবাদী রহ. ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গভীর শোক প্রকাশ করেছেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা আব্দুল হক জালালাবাদী রহ. আল্লামা হুসাইন আহমাদ মাদানী রহ. এর বিশিষ্ট শাগরেদ ও আল্লামা আতাহার আলী রহ. জামাতা ছিলেন। আমরা তার প্রয়াণে গভীর শোকাহত।

তিনি বলেন, দেশের প্রবীণ এই আলেমের ইন্তেকালের খবরে শোক ছেয়ে গেছে আলেম সমাজের মাঝে। তিনি দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত ছিলেন। তিনি কওমী ও আলিয়া দুই ঘরনার মাদরাসার সাথে সুনামের সাথে সম্পৃক্ত ছিলেন।

তিনি আরো বলেন, মাওলানা আব্দুল হক জালালাবাদী রহ. তৈরি করে গেছেন হুসাইন আহমাদ মাদানির (রহ.) এর ফুয়ুজ ও বরকতের ধারা! তিনি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আমরা মাওলানা আব্দুল হক জালালাবাদী রহ. এর রুহের মাগফিরাত কামনা করেছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করুন, আমীন।

এ জাতীয় আরো সংবাদ

আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার শক্তিশালী : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

কুমিল্লায় ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক সাংবাদিক হত্যা মামলার আসামি

নূর নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

আনসারুল হক