মাদরাসা ছাত্রদের জন্য ইফতার আয়োজন ইনসাফ ফাউন্ডেশনের

গতকাল রোববার (১৬-০৩-২৫) পল্লবী ধ-ব্লক মাদরাসা দারুল কোরআন মিলনায়তনে ছাত্রদের মাঝে ইফতার আয়োজন করে রাজধানীর সামাজিক সংস্থা ইনসাফ ফাউন্ডেশন পল্লবী।

এ সময় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দেশবরুণ্য আলেম হেফাজত ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সভাপতি সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানার হেফাজত সভাপতি মাওলানা আবদুস সালাম মহাসচিব মুফতী আবদুল মালেক সহ-সভাপতি মুফতী জাকির হোসাইনকাসেমী এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া, সেলিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জুনায়েদ আল হাবিব বলেন, ‘আপনারা রাজনীতি করবেন এটা আপনাদের ‘নাগরিক অধিকার। মসজিদে কোনো রাজনীতি করবেন না, মসজিদ কমিটি থাকবে নিরপেক্ষ। মসজিদ কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা মসজিদে খেদমতের নিয়তে দ্বায়িত্বে নিবেন।

বিশেষ অতিথি বক্তব্যে সাজ্জাদ হোসেন সমাজে ইসলামিক অনুষ্ঠান করার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন ও সবাইকে সহযোগিতা প্রদান করার জন্য আহবান করেন।

সভাপতির বক্তব্যে হাফেজ ইলিয়াস ‘সমাজে ইনসাফ কায়েম র জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।’

উক্ত সভায় সঞ্চালনা করেন মাওলানা শামীম কবির। সভায় উপস্থিত ছিলেন ইনসাফ ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি মুফতী রফিকুল ইসলাম ফারুকী, সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান জমিরী, সহ-সভাপতি কামালুদ্দিন সালেহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী সহ স্থানীয় উলামায়ে কেরাম গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

ব্রেইল মেশিন নষ্ট হয়ে কর্মহীন অন্ধ হাফেজ, ছয় মাস ঘুরেও পাননি সহযোগিতা

নূর নিউজ

পুজোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খাবার দিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ

নূর নিউজ

২০০ অতিথির অংশগ্রহণে এতিম সায়মার জাঁকজমকপূর্ণ বিয়ে

নূর নিউজ