মাদারীপুরে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২৬

নূর নিউজ:  (৩ মে) সোমবার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছেন।

শিবচর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শিমুলিয়া থেকে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে যায়। বাংলাবাজার ফেরিঘাটসংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে থেমে থাকা বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়।

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।

এ জাতীয় আরো সংবাদ

৭২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ হজযাত্রী

নূর নিউজ

যে সব খাবার পছন্দ করতেন বিশ্বনবী

নূর নিউজ

দু’একদিনের মধ্যেই মুক্তি আভাস মাওলানা মামুনুল হকের

নূর নিউজ