মানবাধিকার রক্ষায় অটুট থাকবে পশ্চিমা মিশনগুলো

মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নীতির প্রতি অটুট অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ১৩ কূটনৈতিক মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতির কথা জানায় ১৩ বিদেশি কূটনৈতিক মিশন ও ইইউ।

যৌথ বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের সঙ্গে আমাদের সমর্থন এবং সংহতি পুনর্নিশ্চিত করছি। যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও সবার জন্য সমতা রক্ষা ও অগ্রসরের জন্য কাজ করে, মানবাধিকার রক্ষায় ও উন্নয়নের প্রচারে গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা তুলে ধরে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস/হাইকমিশনের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ।

এ জাতীয় আরো সংবাদ

মুক্তিযুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করেছেন জিয়া : তথ্যমন্ত্রী

আলাউদ্দিন

ফরিদপুরে কুরবানীর গোশতে আল্লাহর নাম

আনসারুল হক

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

আলাউদ্দিন