আজ (৩ সেপ্টেম্বর, শনিবার) সকাল ৯টায় আল নূর কালচারাল সেন্টার কাতারের প্রতিষ্ঠাতা পরিচালক, কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও নূর নিউজের উপদেষ্টা মাওলানা ইউসুফ নূর চট্টগ্রামের হালিশহরে মারকাযুর রাশাদ মাদরাসা পরিদর্শন করেন।
অতিথিদের বরণ করে নেন মারকাযুর রাশাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ ওসমান সাদেক।
এসময় তিনি মারকাযের ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসীহা পেশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীন প্রচারের মহান দায়িত্ব নিতে হবে তোমাদেরকে। নিজেকে সমাজের জন্য উদাহরণ হিসেবে তৈরি করার লক্ষ্যে তোমরা পরিশ্রম চালিয়ে যাও। মনে রাখবে সফলতার মালিক কেবলমাত্র মহান আল্লাহ।
“তোমার চেষ্টায় কোন ঘাটতি যেন না থাকে সেদিকে খেয়াল রাখবে। তুমি ভোগবিলাসিতার জন্য আসো নি। এসেছো মহান ঐশী বাণী প্রচারের দায়িত্ব নিতে।” বলেন মাওলানা ইউসুফ নূর
শিক্ষার্থীরা তাঁর হৃদয়গ্রাহী ও সময়োপযোগী বক্তব্য শুনে দারুন উজ্জীবিত হয়। মারকাজের একজন ছাত্র সম্মানিত অতিথির আগমনে আরবী ভাষায় মানপত্র পড়ে শুনায়।
আলোচনার পূর্বে তাঁর সাথে কাতারে অবস্থিত প্রবাসী ওলামায়ে কেরামের বর্তমান অবস্থান, দীনি দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন স্থানীয় উলামায়ে কেরাম। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাব বিনিময় হয়।