মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানের সঙ্গে দলীয় প্রতিনিধি হিসেবে বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৩ আগস্ট) বিকেলে এ বৈঠক করতে এ্যানি চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস।

রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেস আগামী ১৫ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

এ জাতীয় আরো সংবাদ

কাদিয়ানীদের অপপ্রচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

নূর নিউজ

ভোট পর্যবেক্ষণের অনুমতি পেলেন ১৮৬ বিদেশি

নূর নিউজ

অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ইসলামী ঐক্যজোট

নূর নিউজ