মার্চ ফর গাজা সফলে দেশবাসীর প্রতি জাতীয় উলামা মুভমেন্টের আহ্বান

ফিলিস্তিনের গাজায় ইঙ্গ-মার্কিন মদদে দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান নির্মম গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিকভাবে তাদের বিচারের দাবিতে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয় উলামা মুভমেন্ট।

জাতীয় উলামা মুভমেন্টের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান এবং মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখী এক যৌথ বিবৃতিতে মার্চ ফর গাজায় সকল সদস্যের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করেন।

নেতৃদ্বয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, শনিবার (১২ এপ্রিল ২০২৫) বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চে সারাদেশের গণমানুষের অংশগ্রহণ করা ঈমানী দায়িত্ব।

জাতীয় উলামা মুভমেন্টের পক্ষ থেকে দেশের সকল ঘরানার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলেম-ওলামাদেরকে ফিলিস্তিন ও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির অতর্কিত হামলায় ২ সেনা সদস্য নিহত

নূর নিউজ

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুন, নিহত ৫২

আনসারুল হক

সন্ধ্যার পর মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা: চাঁদপুর মডেল থানার ওসি

আলাউদ্দিন