বিনামূল্যে টিকা দেয়ার আগে অনিবন্ধিত বিদেশিদের সাধারণ ক্ষমার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার ক্লাংয়ের সাংসদ চার্লস সান্টিয়াগো।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) অনিবন্ধিত অভিবাসীদের বিনামূল্যে টিকাদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ সাংসদ বলেন, দেশে প্রায় তিন মিলিয়ন অনিবন্ধিত অভিবাসী রয়েছেন। অভিবাসন নীতিতে আগে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করার অনুরোধ করছি। করোনাভাইরাস নির্মূলে দেশের নাগরিকদের পাশাপাশি নিবন্ধিত ও অনিবন্ধিত বিদেশি নাগরিকদের বিনামূল্যে টিকা দেয়ারও অনুরোধ করেন এ সাংসদ।
সাংসদ চার্লস সান্টিয়াগো স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, টিকাদান কর্মসূচি শুরুর আগে অনিবন্ধিত বিদেশিদের সাধারণ ক্ষমা দিতে হবে।
কারণ হিসেবে এ সাংসদ বলছেন, চলমান মহামারি শুরুর প্রথম দিকে বলা হয়েছিল বৈধ-অবৈধ বিদেশি অভিবাসী করোনা পরীক্ষা করতে হবে। সে সময় তাদের কোনো পুলিশি হয়রানি বা গ্রেফতার করা হবে না।
এমন প্রতিশ্রুতি দেয়ার পরও অবৈধ অভিবাসীদের হয়রানি ও গ্রেফতার করা হয়েছিল। অভিবাসীদের প্রতি সরকার থেকে এমন প্রতারণার পুনরাবৃওি যেন না ঘটে এ নিশ্চয়তা দিতে হবে।