মালয়েশিয়ার জোহর প্রদেশে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছয় দলীয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে রোজমেরা সিক্সেসকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমটি মেরোপ।
স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) জহুর প্রদেশের জহুর ক্রিকেট কাউন্সিল একাডেমি অ্যান্ড ওভালের মাঠে সকাল থেকেই শুরু হয় তৃতীয় ও প্রথম স্থান নির্ধারণী ম্যাচ। বিসিবিজিএম ক্লাব এই খেলার আয়োজন করে। এ আয়োজন দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।
খেলার শুরুতেই বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রোজ মেরা সিক্সেস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট এর বিনিময়ে ২০৫ রান তুলে নেয় এমটি মেরোপ। জবাবে ১৪ ওভারে সব উইকেট হারিয়ে ১০৫ রান করতে সক্ষম হয় রোজমেরা সিক্সেস। রোজমেরা সিক্সেসের পক্ষে ৩টি উইকেট নেন এনায়েত, ২টি উইকেট নেন সাব্বির এবং ১টি করে উইকেট নেন শুভ ও ইউবি।
এর আগে, সেমি ফাইনালে টসে জিতে ব্যাট করে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রানের টার্গেট দেয় তিরাম ইন জহুর দেবিদ্ধার কন্সট্রাকশন টিম। এর জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৩ বলে ৭ উইকেটে জয় তুলে নেয় এমটি মেরোপ। অনবদ্য ৩৮ রান এবং ২ উইকেট শিকারি গুলজার ম্যান অফ দ্যা ম্যাচের কৃতিত্ব অর্জন করেন। টুর্নামেন্টে ৬৫ রান করে সর্বোচ্চ রান, সর্বোচ্চে উইকেট এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্টের খেতাব অর্জন করেন এমটি মেরোপের মোহাম্মদ রনি।
টানা তৃতীয় বার এ আয়োজনের সার্বিক তত্বাবধায়নে ছিলেন আয়োজক কমিটির সভাপতি আবুল হোসেন মোল্লা।
এসময় তিনি বলেন, প্রবাসে থাকলেও দেশের সংস্কৃতি আমরা কখনও ভুলি না। দেশের মতো প্রত্যেকটি দিবসে আমরা ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে আসি। জোহর কমিউনিটি বরাবরই ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে দেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। এরই অংশ হিসাবে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। সফল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা তাদের সকলকে ধন্যবাদ জানান আবুল হোসেন মোল্লা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জহুর বাংলাদেশি কমিউনিটি নেতা ফাহিম প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুল, মোহাম্মদ সেলিম, এম জে আলম, এস এম আহম্মেদ প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন এন এস কর্পোরেশন, নিলিমা কন্সট্রাকশন, মিজান গ্লোবাল, স্কাই হোম ট্রাভেল, সেরি মার্চেন্ট ট্রাভেল, মারিয়া মাসুদ ও মাসুদ এন্টপ্রাইজ।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাহিরে থাকা এই প্রবাসী ক্রিকেট প্রেমীরা বন্ধুত্বের বন্ধন আরও শক্ত করতে এ ধরনের বিনোদনমূলক কার্যক্রম প্রবাসীদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরও শক্ত করবে। কাজের ফাঁকে খেলাধুলার সাথে যুক্ত থাকতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশি ক্রীড়া সংগঠকরাও।