মিসরের একটি পুলিশ স্টেশনে হামলা হয় ২০১৩ সালে। এ হামলায় দায়ের করা মামলার আসামীদের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার ৯ আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
মিসরের নিরাপত্তা কর্মকর্তা ও আইনজীবীদের বরাতে জানা যায়, ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মধ্যে ৯ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এসব আসামিরা মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালে কেরদাসা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরের বছরই স্থানীয় একটি অপরাধ আদালত ১৮৮ আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০১৭ সালে সেই রায় বদলে চূড়ান্ত রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও কয়েক ডজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: আরব নিউজ।