মিশিগান প্রবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংলাপ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, নার্সসহ মূলধারার রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীরা বেশ সমৃদ্ধশালী। অথচ অন্যান্য রাজ্যের প্রবাসীরা মনে করতেন পড়াশুনা না জানা বাঙালিরা মিশিগানে থাকেন এবং তারা পেশায় শ্রমিক। তাদের এ ভ্রান্ত ধারণা এখানকার সাংবাদিকরা পাল্টে দিয়েছেন। মিশিগানে শুধু শ্রমিকই নন, এখানে নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ মূলধারার চাকরিতে বাংলাদেশিদের ছড়াছড়ি। কমিউনিটির এ সাফল্য তুলে ধরে সাংবাদিকরা বিরাট ভূমিকা রাখছেন সেখানে।

গত শনিবার (২৮ জানুয়ারি) রাতে হ্যামট্রামিক সিটির কাবাব হাউজে কমিউনিটির সঙ্গে মিশিগান বাংলা গণমাধ্যমকর্মীদের সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে মিশিগান বাংলা প্রেস ক্লাব আয়োজিত প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা তুলে ধরেন।

প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসীর প্রাণবন্ত অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠানটি এক টুকরো বাংলাদেশে রূপ নেয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা সহজ নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সম্মানজনক পেশা হচ্ছে এটি। ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা মানুষের কল্যাণে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি থাকে। সাংবাদিকদের অনুসন্ধানীমূলক রিপোর্ট মানুষের উপকারে আসে। এ দেশ বাক-স্বাধীনতার দেশ। এখানে গুম খুন ও হামলা-মামলার হয়রানি হওয়ার ঝুঁকি কম। তাই অনুসন্ধানী রিপোর্ট করে ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে প্রেস ক্লাব সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সংলাপে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক। সেক্রেটারি মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির প্রেটেম মেয়র কামরুল হাসান, ডেমোক্র্যাটিক পার্টির মিশিগানের ভাইস প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাবেক সভাপতি আহবাব আহমদ শামীম, বিএডিসি সাবেক প্রেসিডেন্ট জুবেরুল ইসলাম চৌধুরী, অ্যাসাল এর ভাই প্রেসিডেন্ট মিনহাজ রাসেল চৌধুরী, ওয়ারেন সিটির বোর্ড অব রিভিউ ভাইস চেয়ার ফয়সাল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ লুৎফুর রহমান, অ্যাসাল-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলী রেজা ও আয়না ইভেন্টের তাহেরা লস্কর।

এছাড়া ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সেক্রেটারি মাহবুব রাব্বি খান, সাবেক ছাত্রনেতা মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সনজিত আলম, জুরি উপজেলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জালাল চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাবেক প্রেসিডেন্ট মুজিব আহমেদ মনির, চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাজী এবাদ, দক্ষিণ সুরমা উপজেলা সিলেটের প্রেসিডেন্ট ফিরোজ আলীসহ অনুষ্ঠানে অনেকেই বক্তব্যে রাখেন।

এ জাতীয় আরো সংবাদ

চীনকে নিয়ে যুক্তরাষ্ট্র কি ‘চিন্তিত’? যা জানালেন বাইডেন

নূর নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; ভিসা-গ্রিনকার্ড সহজের প্রতিশ্রুতি বাইডেনের

আনসারুল হক

আফগানিস্তান ইস্যু, পরস্পর আস্থা স্থাপনে কাজ করছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান

নূর নিউজ