ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে; আমরা স্বাধীন হয়নি। মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
আব্বাসী বলেন, ভারত ও ইসরায়েলের দালাল এ দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা নাস্তিকদের ফাঁসির দাবি মেনে নেয়নি। আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে; স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরির জন্য।
তিনি আরও বলেন, এ দেশে আল্লাহ ও তাঁর হাবিব মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান-মান মর্যাদার বিরুদ্ধে বাকস্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে। তাদের শাস্তি যদি না হয়; আমরা মনে করি মুসলমানরা এখনও পরাধীন। ১৯৪৭-এ স্বাধীন হয়নি, ১৯৭১-এ স্বাধীন হয়নি, ২০২৪-এ স্বাধীন হয়নি। আরেকটা বিপ্লব হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সংসদ ভবন দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো, ইনশাআল্লাহ।