মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে যা বললেন কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যুক্তি নেই।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী।

কয়েক দিন ধরে একটি পক্ষ মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি তোলেন।

ওবায়দুল কাদের বলেন, বাসের মতো এটা সম্ভব না। রিকশায় উঠলেই তো ৩০ টাকা লাগে। কোথায় যাবেন সেটা পরের ব্যাপার। মেট্রোরেল একটা আধুনিক গণপরিবহন। এটাকে উৎসাহিত করা দরকার। এখানে কয় টাকা যাবে? কত টাকার বিষয়? উত্তরা থেকে মতিঝিল আসলে কত টাকা লাগে? এটা একটা অবান্তর দাবি। এটা পৃথিবীর কোথাও নেই বলেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরো সংবাদ

৭০ টাকাতেই মিলবে টিসিবির চিনি

নূর নিউজ

পৌর মেয়রের মামলায় কারাগারে ছেলে

আনসারুল হক

ঈদে ঘরমুখো মানুষের ঢল

নূর নিউজ