যুক্তরাজ্যে এক অদ্ভুত ও বিরল ঘটনা ঘটেছে, যেখানে এক শিশুর জন্ম দুইবার হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী লুসি আইজ্যাক ১২ সপ্তাহের গর্ভবতী অবস্থায় জানতে পারেন যে তিনি ডিম্বাশয়ের ক্যানসারে (ovarian cancer) আক্রান্ত।
ডেইলি জং সূত্রে (২৪ এপ্রিল) জানা গেছে, চিকিৎসকেরা লুসিকে সতর্ক করেন যে, যদি শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করা হয়, তাহলে মায়ের জীবন হুমকির মুখে পড়তে পারে। এজন্য গর্ভাবস্থার ২০তম সপ্তাহে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার জরায়ু শরীর থেকে বের করে নেন, যাতে শরীরের ক্যানসার আক্রান্ত অংশটি অস্ত্রোপচার করা যায়।
৫ ঘণ্টাব্যাপী ওই অস্ত্রোপচারের সময় লুসির অনাগত শিশুটি জরায়ুর রক্তনালীর মাধ্যমে তার শরীরের রক্তপ্রবাহের সঙ্গে সংযুক্ত ছিল, যার মাধ্যমে শিশুটির শরীরে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যাচ্ছিল।
অস্ত্রোপচারের সময় শিশুটিকে জীবিত ও সুস্থ রাখতে ফুটবল আকারের জীবাণুমুক্ত উষ্ণ লবণাক্ত প্যাকেটের মধ্যে জরায়ু মোড়ানো হয় এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তার পর্যবেক্ষণ করা হয়।
এ সময় শিশুটির হৃদস্পন্দন ও তাপমাত্রা নিয়মিত মনিটর করা হয় এবং উষ্ণতা বজায় রাখতে প্রতি ২০ মিনিট অন্তর প্যাকেট পরিবর্তন করা হয়।
অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর লুসির জরায়ু ধীরে ধীরে তার দেহে প্রতিস্থাপন করা হয় এবং গর্ভাবস্থা স্বাভাবিকভাবে চলতে থাকে। অবশেষে জানুয়ারির শেষ দিকে লুসির শিশুর নিরাপদ জন্ম হয়।
এই জটিল অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক হুমান সুলাইমানি একে ‘সবচেয়ে কঠিন এবং অস্বাভাবিক অস্ত্রোপচার’ হিসেবে অভিহিত করেছেন। সূত্র: ডেইলি জং