যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেকে ঘুরতে গিয়ে নোয়াখালীর মিমের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি লেকে পা পিছলে ইসরাত আজিম মিম নামক ২৪ বছর বয়সী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময়ের আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে সাউথ লেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত আজিম মিম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল আজিমের ছোট মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, ইসরাত আজির মিম বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে বসবাস করতেন। ‌ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে শিক্ষারত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সাউথ লেকে ঘুরতে গেলে পা পিছলে পানিতে ডুবে যায় মেয়েটি। পরে স্রোতের কারণে তার মৃত্যু হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করে।

এ জাতীয় আরো সংবাদ

“টিভি ও অনলাইন মিডিয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রিন্ট পত্রিকার পাঠক কমেছে ৪ কোটি”

নূর নিউজ

জর্জিয়ায় করোনা পরবর্তী জটিলতায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আনসারুল হক

গাজায় যুদ্ধবিরতির ‘চাপ প্রয়োগ’ করতে ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

নূর নিউজ