যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গোলাগুলিতে নিহত ৩, আহত ১১

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটল। এবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরের একটি ব্যস্ত জনবহুল সড়কে গুলিতে অন্তত ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় গত শনিবার ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। খবর এএফপির

স্থানীয় পুলিশের পরিদর্শক ডি এফ পেস বলেন, বন্দুকধারীরা গুলি ছুড়লে ১৪ জন তাতে বিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিট নামের যে সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানে রাত্রীকালীন পরিবেশ উপভোগ করতে অনেকেই ভিড় করেন। পুলিশ বলছে, সেখানে উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে কয়েকজন বন্দুকধারীকে গুলি ছুড়তে দেখা যায়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে দুটি স্বয়ংক্রিয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। এ ঘটনা ছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি গির্জায়, নিউইয়র্কের একটি শপিং মল এবং ওকলাহোমার একটি হাসপাতালে বন্দুক হামলায় কয়েক ডজন মানুষ প্রাণ হারান।

এ জাতীয় আরো সংবাদ

ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ

নূর নিউজ

ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ

পুতিনের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনা দেখা দিয়েছে: যুক্তরাষ্ট্র

নূর নিউজ