যুক্তরাষ্ট্রের ভোক্তা ঋণ সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার

চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে মার্কিন নাগরিকরা। ব্যয় বেড়ে যাওয়ায় ঋণ নিয়ে পরিস্থিতি মোকাবেলা করছেন তারা। এ অবস্থায় ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভোক্তা ঋণ ৪ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ২০০ কোটি ডলার বেশি। খবর সিএনএনের

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভোক্তা ঋণবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ভোক্তা ঋণ ঋতুগতভাবে সামঞ্জস্য করার পর বার্ষিক ১১ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে। এ নিয়ে ঋণের পরিমাণ অর্থনীতিবিদদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এবং নতুন উচ্চতায় পৌঁছেছে। এর আগে জানুয়ারিতে মোট ঋণ বেড়েছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ। মার্কিন ভোক্তা ঋণের এ পরিমাণ সর্বশেষ ১৯৪০-এর দশকের প্রথম দিকে এমন উচ্চতায় পৌঁছেছিল।

ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত থাকা রিভলভিং ক্রেডিট ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে। এ ঋণ জানুয়ারিতে মাত্র ৪ শতাংশ বেড়েছিল। পাশাপাশি এ সময়ে ছাত্র ও গাড়ি ঋণ অন্তর্ভুক্ত থাকা নন-রিভলভিং ক্রেডিট ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ লাখ ৪০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এ ঋণের পরিমাণও জানুয়ারির বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে।

মুদি দোকান থেকে গ্যাস স্টেশন পর্যন্ত সর্বত্র দাম বৃদ্ধি মার্কিন নাগরিকদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফেব্রুয়ারিতে বার্ষিক মূল্যস্ফীতি হার ৪০ বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

 

এ জাতীয় আরো সংবাদ

পুতিন ক্ষমতায় থাকতে পারেন না : বাইডেন

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি

নূর নিউজ

জো বাইডেন–ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় যারা

নূর নিউজ