যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি হিলারিয়ান ধর্ম পরিবর্তন করে এখন আব্দুল লতিফ

যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পরে হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যমমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসলাম ধর্মের বিষয়ে আগ্রহ অনেক পুরনো ফাদার হিলারিয়ান হেইগির। আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন। তবে সেই সময়ে ইসলাম গ্রহণ করেননি তিনি।

সম্প্রতি এক ব্লগ পোস্টে নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল লতিফ।

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সাথে তুলনা করে আব্দুল লতিফ বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মানাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পবিত্র কোরানের আয়াত অবলম্বনে হেইগি তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো।’

মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখ করে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে নিহত ৮৫, কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতির অভিযোগ

নূর নিউজ

চাঁদা দিতে ব্যর্থ ন্যাটোভুক্ত দেশে হামলায় রাশিয়াকে ‘উৎসাহিত’ করবেন ট্রাম্প

নূর নিউজ

স্কুল খুলতেই যুক্তরাষ্ট্রে বাড়ছে শিশু করোনা রোগী

নূর নিউজ