যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন ৭ বাংলাদেশি-আমেরিকান।
তারা হলেন ‘প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল’ পাওয়া লিটন আহমেদ, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়া নূরননবী, মোরশেদ আলম, মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, গোলাম মোস্তফা খান মিরাজ, এম এস শেকিল চৌধুরী ও মো. খলিলুর রহমান।
জেনিফার রাজকুমারের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন মো. আব্দুল কাদের মিয়াজেনিফার রাজকুমারের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন মো. আব্দুল কাদের মিয়া‘ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ইউএসবিসিসিআই)-এর উদ্যোগে শনিবার নিউ ইয়র্কে আয়োজিত এক সমাবেশে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বাইডেন প্রশাসনের স্বাস্থ্য সম্পর্কিত জাতিসংঘ প্রতিনিধি সিমা কেরেটনাইয়া। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা নুরুন্নবী।
জেনিফার রাজকুমারের কাছে থেকে সম্মাননা নিচ্ছেন গোলাম ফারুক ভূইয়াইউএসবিসিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদের হাতে ‘প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল’ তুলে দেন সিমা কেরেটনাইয়া। অন্যান্য সম্মাননা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, “একাত্তরের চেতনায় ফেরা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের ভূমিকা আমরা সবসময় স্মরণ করি। বিশ্বব্যাপী শান্তি নিশ্চিতকরণে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।”
আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে কয়েকজন আওয়ামী লীগ নেতাআ ক ম মোজাম্মেল হকের সঙ্গে কয়েকজন আওয়ামী লীগ নেতাঅনুষ্ঠানে ভিডিওতে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আরও বক্তব্য দেন নিউ জার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্র্যাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলওম্যান শেপা উদ্দিন ও সেন্টার ফর এনআরবিসির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শেকিল চৌধুরী। নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্টের সাইটেশন দেন অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার।