যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় সৌদি আরবের নিন্দা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে নতুন বছর উদযাপনের সময় ট্রাক চাপায় ১৫ জন নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

বুধবার ( ১ জানুয়ারি) এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বোরবন ও ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এক ব্যক্তি ভিড়ের মধ্যে একটি পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এতে সবশেষ ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

এ ঘটনা সম্ভাব্য সন্ত্রাসবাদের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে এফবিআই।

এফবিআই আরও বলেছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। ট্রাক এবং ফ্রেঞ্চ কোয়ার্টারের আশপাশে সম্ভাব্য ঘরোয়া বোমা পাওয়া গেছে।

সংস্থাটি যোগ করেছে, গাড়িতে একটি দায়েশ পতাকাও ছিল।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব সব ধরনের সহিংসতার সম্পূর্ণ প্রত্যাখ্যান ও নিন্দা জানায়।

এছাড়া নিহতদের পরিবার, আমেরিকান জনগণ এবং মার্কিন সরকারের প্রতি সৌদি আরবের সংহতি ও আন্তরিক সমবেদনাও প্রকাশ করেছে। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নিউ ইয়র্কে ডা. ফেরদৌসের বিরুদ্ধে ৫ টি যৌন হয়রানির মামলা

নূর নিউজ

ইউক্রেনকে ৩৩০০ কোটি ডলার সহায়তা দিলেন বাইডেন

নূর নিউজ

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি করলেন ইলন মাস্ক

নূর নিউজ