যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি ইসমাইলের বাংলাদেশ সফরের সময়সূচী

সুফিয়ান ফারাবী
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী আলেম মুফতি মোহাম্মদ ইসমাইল দাওয়াতি কাজে বাংলাদেশে অবস্থান করছেন। বেশ কিছু ইসলামিক ও সামাজিক প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে কয়েকটি প্রোগ্রামে আলোচনা করেছেন তিনি।

১ লা ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চাটখিলে নূরে হেরা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী সমাজসেবী আলেম মুফতি মোহাম্মদ ইসমাইল। ৩ ফেব্রুয়ারি তথা গতকাল (শুক্রবার) আলোচনা করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলু রোড) মাদ্রাসার মাহফিলে।

আজ (৪ ফেব্রুয়ারি) জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় শিক্ষা সমাপনকারী ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত রাবেতায়ে আবনায়ে রাহমানিয়ার ফুজালা সম্মেলনে তিনি তার সহপাঠীদের সঙ্গে মিলিত হবেন।

এরপর দেশের বিভিন্ন স্থানে মাহফিলে আলোচনা করবেন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা মানিকনগরে মাহফিলে আলোচনা করবেন। এছাড়া ১১ (শনিবার) তারিখে উপস্থিত থাকবেন জামিয়া ইসলামিয়া দারুল উলুমে (আকবর কমপ্লেক্স) । ১৮ তারিখ গাজীপুর মারকাজুন নূর মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এরপর টানা দুদিন অবস্থান করবেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাদ্রাসা-ই-নুরিয়া বিটঘরে। সেখানেও তিনি আলোচনা করবেন মাদ্রাসাটির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে।

এছাড়াও আরো বেশ কয়েকটি মতবিরবের সভায় তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে । তবে সময় নির্দিষ্ট না হওয়ায় এখনই উল্লেখ করা যাচ্ছে না।

উল্লেখ্য, সমাজসেবা ও প্রবাসী বাংলাদেশীদের মাঝে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশী এই আলেমের সামাজিক কর্মকাণ্ড নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার সমাজসেবার কথা উঠে এসেছে। সারা বিশ্বের প্রাচীনতম গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের গুরুত্বপূর্ণ পাতায় স্থান পেয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী এই আলেমের কর্মের বর্ণনা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রসিদ্ধ ইসলামিক সেন্টার আন নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ও পরিচালক তিনি। এছাড়া ইসলামি ঘরানার অনলাইন নূর নিউজ টুয়েন্টিফোর ডটকমের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন সমাজসেবী বাংলাদেশী এই প্রবাসী আলেম।

এ জাতীয় আরো সংবাদ

ভিসা পেয়েও লন্ডনে যেতে পারছেন না আজহারী, ৪ দিন অপেক্ষা করবেন কাতারে

নূর নিউজ

দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

নূর নিউজ

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজায় মুসল্লিদের ঢল

আলাউদ্দিন