যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ নেওয়াজকে ‘করোনা হিরো’ উপাধিতে ভূষিত করলেন নিউইয়র্কের মেয়র

করোনা আক্রান্তদের সহায়তা করে সম্মানিত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। শাহ নেওয়াজ নামে ওই প্রবাসী যুক্তরাষ্ট্রে করোনা মহামারির মধ্যে মৃতদের দাফনের ব্যবস্থা, বিনামূল্যে করোনা টেস্ট, খাবার সরবরাহ, অর্থ সহায়তা ও রক্তদান কর্মসূচি পরিচালনা করেন। এ জন্য নিউইয়র্ক মেয়র এরিক এডামস তাকে ‘করোনা হিরো’ সম্মানে ভূষিত করেন।

প্রবাসে এনওয়াই ইনসুরেন্স, গোল্ডেন এজ হোমকেয়ারসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শাহ নেওয়াজ। নিজের কর্মকাণ্ডের জন্য কমিউনিটিতে পরিচিতি লাভ করেছেন তিনি।

খুলনার সন্তান শাহ নেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন। শিক্ষাজীবন শেষে বাংলাদেশ টোবাকো কোম্পানিতে কাজ করেন। পরে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেন ‘নেওয়াজ গ্রুপ’।

২০০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন শুরু করেন। শুরুতে সেখানে ‘গিফট শপ’ খোলেন তিনি। পরে এনওয়াই ব্রোকারেজ ইনক, নিউইয়র্ক ইন্সুরেন্স ব্রোকরেজ ইনক, নিউইয়র্ক কার অ্যান্ড লিমো সার্ভিসেস ইনক, সাউথ এশিয়ান মিডিয়া ইউএসএ ইনক-স্যাম টিভি, এসএসআরআর প্রোপার্টিজ ইনকসহ বেশকিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র অন্যতম উপদেষ্টা।

শাহ নেওয়াজ জানান, যুক্তরাষ্ট্রে করোনা যখন মহামারি আকারে দেখা দেয় তখন থেকে মানুষকে সহায়তা করে আসছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর আমিরাত সফরে হতে পারে চারটি সমঝোতা স্মারক

নূর নিউজ

আজ সন্ধ্যায় কাতারে পর্দা উঠছে ‘গাল্ফ বাংলাদেশী বিজন্যাসম্যান কনফারেন্স- ২০২১

নূর নিউজ

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে।

নূর নিউজ