যেভাবে ব্যথা ও ক্লান্তি দূর করবেন

আমাদের শরীরে ব্যথা ও ক্লান্তি সব সময় লেগেই থাকে। এ অবস্থায় সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। ব্যথা ও ক্লান্তি থাকলে কোনো কাজই ঠিকভাবে করতে মনে চায় না। তবে এভাবে দীর্ঘদিন চলতে থাকলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা সমাধানে প্রথমে ঘরোয়া উপায় মেনে চললে উপকার পাবেন।

জেনে নিন ব্যথা ও ক্লান্তি দূর করার ঘরোয়া উপায়:

হলুদ খাবেন যে কারণে: হলুদে থাকে পর্যাপ্ত অ্যান্টিইফ্লেমেটরি গুণ। নিয়মিত হলুদ খেলে বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। শুধু হলুদের স্বাদ ভালো না লাগলে এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চা চামচ হলুদ মিশিয়ে খেয়ে নিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবে খাওয়ার অভ্যাস করলে উপকার পাবেন।

ম্যাসাজ করুন নিয়মিত: পেশির ব্যথা কমাতে চাইলে ম্যাসাজের বিকল্প নেই। সঠিকভাবে ম্যাসাজ করতে পারলে মিলবে উপকার। ম্যাসাজ করলে শরীরের সেই স্থানে রক্ত চলাচল বাড়ে। ফলে ব্যথা কমে দ্রুত। আপনার যদি শরীরে ব্যথা হয় তবে সেই স্থানে ম্যাসাজ করতে পারেন।

বেশি পানি পান করুন: শরীরে কোনোভাবে পানির ঘাটতি তৈরি হলে ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়াও হতে পারে আরও অনেক সমস্যা। পানিশূন্যতার কারণে সৃষ্ট অসুখ থেকে বাঁচতে নিয়মিত পানি পান করতে হবে। শরীরের ব্যথা কমাতেও পানি পান করুন।

আদা খেলে ব্যথা কমে: আদায় আছে পর্যাপ্ত অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। তাই ব্যথা দূর করতে চাইলে আদা খেয়ে সমস্যার সমাধান করতে পারবেন। রান্নায় ব্যবহারের পাশাপাশি আদার রস কিংবা আদা চা খেলেও উপকার মিলবে।

এ জাতীয় আরো সংবাদ

মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে যে ৬ খাবার খাবেন

আনসারুল হক

২৮ ডিসেম্বরের পরে সুরক্ষা প্লাটফর্মে বুস্টার ডোজের তথ্য মিলবে

নূর নিউজ

প্রত্যেক নারীর নেওয়া উচিত এই ৫ টিকা

নূর নিউজ