যে কোনো সময় ধসে পড়তে পারে মগবাজারের ভবনটি

নূর নিউজ: রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে বিস্ফোরণের উৎসস্থলের ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ আশঙ্কার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ভবনটি এই মুহূর্তে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা নিজেরাও ঝুঁকির মধ্যে কাজ করছি।

এই কর্মকর্তা আরও জানান, ওয়ারলেস গেটের কাছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নিচতলা অনেকাংশে দেবে গেছে। এই ভবনে থাকা শরমা হাউজসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর নিচ তলায় বেঙ্গল মিটের একটি শোরুম ছিল। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণ কী কারণে হয়েছে এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, এটি এখনো আমরা কোনোভাবেই ডিটেক্ট করতে পারছি না। তবে ধারণা করছি এটি গ্যাস জমে থাকার কারণে কোনো বিস্ফোরণ হতে পারে। তবে এটি এমন এক বিস্ফোরণ, আমরা এ যাবৎ এমনটা দেখিনি। বাংলাদেশে এটা আর কখনও হয়নি।

এদিকে, এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত (রাত ১১টা) ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, যে তিনজন খুবই আশঙ্কাজনক, তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। এত খারাপ অবস্থাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এছাড়া বাকি আহতদের অনেকেরই হাত-পা বা শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এদের মধ্যে আগুনে পোড়া ছাড়া যারা আছেন, তাদের আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেব।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটল সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়ে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্র মন্ত্রী

নূর নিউজ

১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নূর নিউজ