রবিবারের আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহারে সরকার আহ্বান জানালেও তাতে সাড়া দেননি পরিবহন মালিক ও শ্রমিকরা। রবিবারের আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

রাজধানীর সরকারি বাসভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রবিবার বিআরটিএ এবং বাসমালিক-শ্রমিকদের সংগঠনগুলো ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

কাদের বলেন, ‘সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘রবিবার সভার আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘সব জেলা সিদ্ধান্ত নিয়ে বাস বন্ধ করেছে। মালিকদের সমর্থন দেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর আগে সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের বৈঠক করা প্রয়োজন ছিল উল্লেখ করে এনায়েত উল্যাহ বলেন, ‘সরকারের সমন্বয়হীনতার কারণে এই দুর্ভোগ হচ্ছে।’

জ্বালানি তেলের দাম বাড়ায় বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে ভাড়া পুনর্নির্ধারণে চিঠি দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। তাতে সাড়া দিয়ে রোববার ১১টায় বৈঠক করার কথা জানায় সরকারি সংস্থাটি। এর মধ্যেই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এ জাতীয় আরো সংবাদ

এবার তৃণমূলের কোন্দল মেটাতে নেতাদের ডাকা হচ্ছে ঢাকায়

নূর নিউজ

রাইসি’র মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

নূর নিউজ

রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার

নূর নিউজ