রমজান মাসেই সরকারের পতন হবে: শওকত মাহমুদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের সেনাপতিত্বে মাঠে নেমেছি। রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। রমজান মাসেই আমরা এ সরকারের পতন করবো ইনশাল্লাহ।

আওয়ামী লীগকে টেনে হিছড়ে ক্ষমতা থেকে নামানো হবে। শেখ হাসিনার সব অপকর্মের বিচার করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকেলে ফেনী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে জেলা সদরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের পদভারে প্রকম্পিত হচ্ছে। দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষের দিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের দূর্নীতির ফলে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

প্রশাসনকে উদ্দেশ্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক এ সভাপতি বলেন, সময় বেশি নাই। এই সরকারের অন্যায় হুকুম মানবেন না। আজকে সংবাদপত্রের স্বাধীনতা নেই। সাংবাদিকরা লিখতে পারছে না। লিখলেই তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে।

ফেনী জেলা জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুল আজিজ আরজু।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়ছার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

নূর নিউজ

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে সাভারে জাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

নূর নিউজ

ডিএমপির ২১ পরিদর্শককে বদলি

আনসারুল হক