রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ২০

রাঙ্গামাটি সদর উপজেলার আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতু ভেঙে মো. রফিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গামাটির বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানান, সকালে সেতুর স্ল্যাব ঢালাইয়ের সময় হঠাৎ ভেঙে গেলে শ্রমিকরা নিচে চাপা পড়ে। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেনালের হাসপাতালের কর্বত্যরত চিকিৎসক ত্রিতন চাকমা জানান, সেতু দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথকিম চিকিৎসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

এমপির গাড়ি সাইড না দেয়ায় মারধরের শিকার ব্যবসায়ী!

নূর নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার সকল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া মাহফিল

নূর নিউজ

রোহিঙ্গাদের মধ্যে সর্বপ্রথম টিকা পেলেন মোহাম্মদ সফি

নূর নিউজ