মাওলানা আবদুল লতিফ-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ঐক্যজোট সহ-সভাপতি ও সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আবদুল লতিফ সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আবদুল লতিফ রহ. ইসলামী ঐক্যজোটের একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ছিলেন। আমৃত্যু তিনি দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। খুব সাধারণ জীবন-যাপন করতেন। দ্বীনি কাজের দায়িত্ববোধ, ও উম্মাহর প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল স্মরণীয়। দ্বীন কায়েম ছিল তাঁর জীবনের লালিত স্বপ্ন। সে লক্ষ্যেই ইসলামী ঐক্যজোটের পতাকাতলে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। উম্মাহর এই দুঃসময়ে তাঁর ইন্তেকালে রাঙ্গুনিয়াবাসী একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান আলেমকে হারালো, আমরা হারালাম একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে।

মুফতী ফয়জুল্লাহ। ছবি: ইন্টারনেট

মুফতী ফয়জুল্লাহ বলেন, আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষণ এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
এই দরদী আলেমের জন্য আমরা মহান আল্লাহর দরবারে মোনাজাত করছি, হে আল্লাহ! আপনি আপনার এই আলেম বান্দাহকে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন ।

উল্লেখ্য, মাওলানা আবদুল লতিফ গতকাল সোমবার দিবাগত রাত ২.৩০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার বাদ যোহর রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

মারা গেছেন সেই আজহার জাফর শাহ

নূর নিউজ

গণকমিশনকে টাকা পাচারকারীদের তথ্য প্রকাশের আহ্বান বাবলার

নূর নিউজ

নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : মির্জা ফখরুল

নূর নিউজ