রাজনৈতিক সংকটে নতুন সরকার অনুমোদন করেছে কুয়েত

বাসস  : কুয়েতের আমির রোববার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে নির্বাচিত পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার দ’ুদিন পর তিনি এ মন্ত্রিসভার অনুমোদন দেন। এদিকে আমির এবং নতুন সরকার পরিষদের কিছু ক্ষমতা গ্রহণ করেন। খবর এএফপি’র।
আইনপ্রণেতাদের ‘হস্তক্ষেপের’ কথা উল্লেখ করে শুক্রবার শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ কুয়েতের নির্বাচিত সবচেয়ে শক্তিশালী পার্লামেন্ট ভেঙ্গে দেন এবং তিনি সংবিধানের কিছু ধারা স্থগিত করেন।
প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল-আব্দুল্লাহ আল-সাবাহ’র নেতৃত্বে ১৩ জন মন্ত্রী নিয়ে কুয়েতের নতুন সরকার গঠন করা হয়। মন্ত্রীদের মধ্যে মধ্যে দু’জন নারী রয়েছেন।
নির্বাচিত জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়ার দুই সপ্তাহ পর সাবেক তেলমন্ত্রীকে গত মাসে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিদায়ী প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ সরকার এবং ৫০ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে  আবারো পদটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

মক্কায় ইসলামিক স্কলারদের আন্তর্জাতিক সম্মেলন

নূর নিউজ

কেন ১০ দিন পর কবর দেয়া হবে রানিকে, রাজ পরিবারের যেসব পরিকল্পনা

নূর নিউজ

সেই তালেবানের মুখে পশ্চিমা সূর

নূর নিউজ