রামুতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র সমাজ

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন সংগঠন সচিব মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, বর্তমানে নবপ্রজন্মের মাঝে নৈতিকতার সঙ্কট চরমভাবে পরিলক্ষিত হচ্ছে।

এমতাবস্থায় ইসলামী ছাত্রসমাজ চায় প্রত্যেক শিক্ষার্থীকে একেকজন আদর্শ মানুষ হিসেবে গড় তুলতে। তাই এ সংগঠনকে বলা হয় আদর্শ মানুষ গড়ার অনুষদ। তিনি তথ্য-প্রযুক্তির অপব্যবহার না করে আদর্শিক জ্ঞান- প্রজ্ঞার চর্চায় অধিকতর মনোনিবেশ করার আহবান জানান।

তিনি ২০২১সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বুধবার ( ২৬ জানুয়ারী), বেলা ১১ টায় ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অর্জিত এ ফলাফলে অনুপ্রাণিত হয়ে আরো উচ্চতর সোপানে উন্নীত হওয়ার লক্ষ্যে অদম্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই সাথে একথাও স্মরণ রাখতে হবে এটি চুড়ান্ত কোন পরীক্ষা নয়; কবরজগতে যে পরীক্ষা হবে তাতে উত্তীর্ণ হওয়া ছাড়া চিরন্তন মুক্তির কোন উপায় নেই। আর সেই চুড়ান্ত পরীক্ষায় সফলতার জন্য প্রয়োজন ইসলামী জ্ঞানার্জনপূর্বক তাকওয়াভিত্তিক জীবনযাপন করা। তাই ইসলামী ছাত্রসমাজ শিক্ষার্থীদের মধ্যে ইসলামী শিক্ষার বাস্তব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে তাদেরকে হেরার জ্যোতির আলোয় উদ্ভাসিত করার জন্য গঠনমূলক কর্মধারা অব্যাহত রেখেছে। তিনি ইসলামী ছাত্রসমাজের পতাকাতলে সরব ও সমবেত হয়ে নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান।

রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রাণবন্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ যায়নুল আবেদীন, চকরিয়া উপজেলা সভাপতি রিয়াদ উদ্দীন আশেকী।
তারা বলেন, যুগ যুগ ধরে ইসলামী ছাত্রসমাজ যোগ্য ব্যক্তি ও আদর্শ নকিব উপহার দিয়ে আসছে।

তাই নবীনদেরও যোগ্য ও আলোকিত হয়ে গড়ে উঠতে এ সংগঠনের ছায়াতলে সমবেত হতে হবে। চাকমারকুল ইউনিয়ন শাখার সদস্য হাফেজ শওকত উসমানের কুরআন তিলাওয়াতে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা সদস্য মুহাম্মদ মাহমুদুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজারকুল ইউনিয়ন সভাপতি হাফেজ রফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়ন শাখার দায়িত্বশীল হাফেজ আরফাত হোসাইন,হাফেজ জুনাইদ, মুহাম্মদ নেজাম উদ্দিনসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত কর্মী-সমর্থকেরা হলেন, আনছারুল করিম, আবু বকর ছিদ্দিক রাহী, তারেকুর রহমান নাঈম, রাইহান চৌধুরী, আবুল মনছুর, হাফেজ আজিম উদ্দিন, ইমরুল কায়েস সাকিব, জাহেদুল ইসলাম রিয়াদ, শোয়াইব হারুন, ইমরান উদ্দিন , সিফাত করিম, আমান উল্লাহ প্রমুখ। মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

এ জাতীয় আরো সংবাদ

ফেসবুক ইউটিউবে আসছে আরও নতুন বিধিনিষেধ

নূর নিউজ

নিখোঁজের ১৪ দিন পরও সন্ধান মেলেনি মুফতি মিজানুরের

আনসারুল হক

ফটিকছড়িতে যুবলীগ নেতার নেতৃত্বে মাদরাসায় হামলা: আহত ১০

আলাউদ্দিন