সবাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর ২০২১-২২ সেশনের কার্যকরী কমিটি গতকাল দুপুর বিকাল ৩ঃ০০ ঘটিকায় বাংলাদেশ দূতাবাস মিশরের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস মিশরের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় জনাব মনিরুল ইসলাম স্যার ও বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের বর্তমান কার্যকরী কমিটির সন্মানিত সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীলগণ।
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ২০২১-২২ সেশনের প্রথম সাক্ষাতে রাষ্ট্রদূত মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান অর্গানাইজেশনের সকল দায়িত্বশীলগন।
বৈঠকে আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয় ও আইনিশ শামস সহ মিশরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের মিশরে অবস্থান, অধ্যয়ন, দূতাবাস কর্তৃক কন্সুলার সেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে সম্মানিত রাষ্ট্রদূত মহোদয়কে বর্তমান কার্যকরী কমিটির প্যানেল লিষ্ট ও বাৎসরিক কর্মপন্থা তুলে ধরেন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সন্মানিত সভাপতি মোহাম্মদ আল-আমিন।বৈঠকের এক পর্যায়ে সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় বর্তমান মিশরে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সার্বিক পরিস্থিতি ও এম্বাসি বরাবর ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা জানতে চান।
দীর্ঘ আলোচনার ফাঁকে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন কতৃক উত্থাপিত স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার কথা রাষ্ট্রদূত মহোদয় অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনেন।এবং অর্গানাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে স্যারের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলে স্যার সময় দেওয়ার সম্মতি দেন।
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সাথে গতকালের এই বৈঠককে অত্যন্ত সফল ও গুরুত্বপূর্ণ মনে করছে এবং রাষ্ট্রদূত মহোদয় তাঁর মূল্যবান সময় দিয়ে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনকে সম্মানিত করায় অর্গানাইজেশন রাষ্ট্রদূত মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন,মিসর।