রাসূলুল্লাহ’র পূর্ণাঙ্গ জীবনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, রাসূলুল্লাহ সা. পুর্ণাঙ্গ জিন্দেগী নবীপ্রেমিক মানুষের কাছে তুলে ধরে সে আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে উদ্ধুদ্ধ করতে হবে। রাসূল সা. এর আদর্শ প্রতিষ্ঠিত না থাকায় সমাজ ব্যবস্থা যে কত ভয়ঙ্কর তা বলারই অপেক্ষা রাখেনা।

তিনি বলেন, আইয়্যামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত জাতি। বর্বর, বেদুঈন, শিক্ষা ও আলো থেকে বঞ্চিত অন্যায় জুলুম ও অনৈতিকতার সয়লাব মানবজাতি। ঠিক এমন সময় অরাজকতার অন্ধকারে আকস্মিকভাবে জ্বলে উঠলো আলোক মশাল।

সভ্যতার সূর্যোদয়ের দায়িত্ব নিয়ে ৫৭০ খৃস্টাব্দের ১২ই রবিউল আওয়াল পৃথিবীতে আবির্ভূত হলেন সমগ্র মানবজাতির মুক্তির দূত ও জগতবাসীর জন্য রহমতস্বরূপ হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁর ছোঁয়ায় নবুওয়াতের মাত্র ২৩ বছরেই আরবরা বিনির্মাণ করলো এক নতুন পৃথিবী। তাই সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে ইনসাফপুর্ণ, শান্তিময় ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরও রাসুল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতে হবে জীবনের সকলক্ষেত্রে।

তিনি বলেন, পরকালের নাজাতে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সাঃ) এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমানের কাজ। রাসুল (সা.) এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ঘোষিত জাতীয় সীরাত সম্মেলন সফলের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, মু. ফজলুল হক মৃধা, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা জিয়াউল আশরাফ, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আলহাজ্ব আবু তাহের প্রমুখ।
সভায় সীরাত সম্মেলন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহীত হয়।

এ জাতীয় আরো সংবাদ

কোরআনে বর্ণিত বিভিন্ন উদ্ভিদ ও ফলমূল

নূর নিউজ

নিজ এলাকা ছেড়ে অন্য মসজিদে ইতিকাফ করা যাবে?

নূর নিউজ

বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

আনসারুল হক