রিফাতের দু’টি কিডনিই বিকল; তার চিকিৎসার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহবান

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু, কক্সবাজার 

মোঃ রিফাত ১৮ বছর বয়সী ফুটন্ত এক কিশোর। সকলের মত তারও ইচ্ছে করে স্বাভাবিকভাবে খেয়ে-পরে বেঁচে থাকতে। তারও ইচ্ছে ছিলো নিজের সহপাঠীদের মত পড়াশোনা করে আলোকিত মানুষ হবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে রামুর আলাহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলো। সেখানে ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে উন্নীত হয়েছিলো সে। কিন্তু এক পর্যায়ে তার দিন মজুর বাবার পক্ষে পড়াশোনার খরচ নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। ইতোমধ্য কিশোর রিফাত কিডনিজনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। ফলে কিশোর রিফাতের স্বাপ্নিক অঙ্গনে নেমে আসে ঘোর অমানিশা। তার স্বাভাবিক জীবনযাত্রায় নেমে আসে করুণ দশা।

কিশোর রিফাত কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দিনমজুর মোঃ বাবুলুর ছেলে। সে প্রায় দুই বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে রিফাতের দুইটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। এ করুণ পরিস্থিতিতে রিফাত চট্রগ্রামের একটি হসপিটালে ডায়ালাইসিস করে বেঁচে থাকার লড়াই করছে। প্রতি সপ্তাহে ২ বার করে ডায়ালাইসিস করতে হচ্ছে রিফাতকে। এভাবে ২ বছর ধরে রিফাতের পরিবার ও তার আত্মীয়স্বজনেরা সর্বোচ্চটুকু দিয়ে তার চিকিৎসার জন্য চেষ্টা করে আসছেন। এক পর্যায়ে এসে এমন ব্যয়বহুল চিকিৎসার খরচ নির্বাহ করা তাদের সাধ্যের বাইরে চলে গেছে।

এ করুণ অবস্থায় কিডনিজনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিশোর রিফাতের চিকিৎসার্থে মানবিক কর্মপ্রয়াস নিয়ে এগিয়ে এসেছেন, রাজারকুলের বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইয়েরা। তারা ব্যাক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বা বিভিন্ন মানবিক ব্যাক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তার ডায়ালাইসিস খরচ বহন কর যাচ্ছে গত দুইমাস ধরে। তারা রিফাতের পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠন করেছে রিফাত হেল্থ স্কোয়াড নামের একটি স্কোয়াড। এ হেল্থ স্কোয়াডের মানবিক ভাইয়েরা সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিকসহ মানবিক চেতনার ব্যক্তিবর্গকে সাধ্যমত আর্থিক সহযোগিতা দিয়ে কিশোর রিফাতের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন।

এদিকে দিনদিন রিফাতের অসুস্থতা বেড়েই চলেছে। শারিরীকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।

এ করুণ অবস্থায় রিফাতের মা-বাবার আর্তি বিত্তবানেরা একটু মানবিক দিক বিবেচনা করে এগিয়ে আসলে আল্লাহর রহমতে রিফাতের উন্নত চিকিৎসা অব্যাহত রাখা এবং একটি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে।

অনুদান পাঠানোর ঠিকানা:-

মাহমুদুল হাসান (সদস্য হেলথ স্কোয়াড)

পার্সোনাল বিকাশ/

নগদ 01836747668।

রিফাতের মায়ের বিকাশ নং

01851059194।

এ জাতীয় আরো সংবাদ

স্বামীকে বাঁচাতে কিডনী দিবেন স্ত্রী, প্রতিস্থাপনের খরচের জন্য আটকে আছে চিকিৎসা

নূর নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের স্পেশাল টিম

আনসারুল হক

বন্যার্তদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের ঔষধ ও ত্রান বিতরণ

নূর নিউজ