রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস ব্যবসায়ীদের

দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে। সরবরাহও স্বাভাবিক। তাই রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছে উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া সরকারের বেঁধে দেওয়া পণ্য মূল্য তদারকি করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কমিটি গঠন করেছে।

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান, পাইকারি বিক্রেতারা অংশ নেন।

বাংলাদেশ অয়েল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, সেলস অর্ডারের ১৫ দিনের মধ্যে তেল সরবরাহ করতে হয়। তাই মিল মালিকদের তেল মজুত করে রাখার কোনো সুযোগ নেই।

টিকে গ্রুপের পরিচালক শফিউল আতহার তাসলিম বলেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর বাজার কারসাজির কারণে গোটা ব্যবসায়ী সমাজকে দায় নিতে হচ্ছে। তবে রমজানে বাজার অস্থিতিশীল হওয়ার কোনো শঙ্কা নেই। মিল মালিকদের কাছে পর্যাপ্ত তেল রয়েছে। বাজারে কোনো সরবরাহ ঘাটতি হবে না।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন জানান, সরবরাহ ঠিক থাকলে বাজারে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে। একই আশ্বাস দেন বাংলাদেশ পাইকারি ভৌজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা।

এফবিসিসিআই সভাপতি বলেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে এফবিসিসিআই’র পক্ষ থেকে ৪৬ সদস্যবিশিষ্ট বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ৪৬টি পণ্য সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না- তা তদারকি করবেন কমিটির সদস্যরা। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, সরবরাহ পরিস্থিতি, উৎপাদন ও আন্তর্জাতিক বাজারদর সংগ্রহ এবং পর্যালোচনা ও সরেজমিনে বাজার পরিদর্শন করবেন এই কমিটির সদস্যরা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন, পরিচালক রেজাউল করিম রেজনু, হারুন অর রশীদ, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ঘূর্ণিঝড় আম্ফানের মতোই ভয়ঙ্কর হতে পারে ‘যশ’

আনসারুল হক

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

নূর নিউজ

ডেঙ্গিতে রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে, মৃত্যু একজনের

নূর নিউজ