লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮, জরিমানা প্রায় ১৩ লাখ

সাতদিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে আজ রোববার রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

লকডাউন লঙ্ঘনের অভিযোগে রাজধানীতে ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৯৬টি গাড়িকে জরিমানাসহ মোট জরিমানা আদায় করা হয়েছে ১২ লাখ ৮১হাজার টাকা।

সাতদিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে আজ রোববার রাজধানীর বিভিন্ন সড়ক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের গ্রেপ্তার করে।

লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালত ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে। এই সময় ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন করে চলাচলকারী গাড়ির কাছ থেকে জরিমানা হিসেবে ১২ লাখ ৮১ হাজার টাকা আদায় করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কাবস্থান থাকা সত্ত্বেও লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা আগের তিনদিনের তূলনায় বেশি দেখা গেছে।

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ১ জুলাই থেকে সাত দিনের লকডাউন দিয়েছে। এটি চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এ জাতীয় আরো সংবাদ

সংলাপকে ‘ফাঁদ’ মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নূর নিউজ

ভয় দেখিয়ে হেফাজতকে দমিয়ে রাখা যাবে না : মাওলানা মামুনুল হক

আলাউদ্দিন

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: আরাফাত

নূর নিউজ