শঙ্কামুক্ত মুফতি সালমান আহমাদ, পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার

বর্তমানে স্কুলগামী শিশুদের দ্বীন শেখার অভিনব পদ্ধতি সংস্থা ‘দ্বীনিয়াত বাংলাদেশ’র প্রধান আল নুর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক মুফতি সালমান আহমাদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার জ্ঞানও ফিরেছে এবং স্বজনদের সঙ্গে কথাও বলতে পারছেন মুফতি সালমান। ওই হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন- এখন তিনি শঙ্কামুক্ত। এসব বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই মুফতি সোহাইল আহমাদ। এর আগে মুফতি সালমান আহমাদ গুরুতর অসুস্থ হয়ে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মুফতি সালমান আহমাদ ডেঙ্গু ও মেলেরিয়া রোগে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মেলেরিয়ার ওষুধ এ দেশে এভেলেভেল না হওয়ায় চিকিৎসকরা তাকে নিয়ে ঝুঁকিতে ছিলেন। দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরিস্থিতি ছিল না।

অল্প সময়ে ঝুঁকি কেটে যাওয়ায় মুফতি সালমান আহমাদের পরিবার আল্লাহর নিকট শুকরিয়া করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাসীদের উদ্দেশ্যে কাতারে সরকারিভাবে ঈদুল আজহা উৎসবানুষ্ঠান সম্পন্ন

নূর নিউজ

সমাবেশের জন্য আপন বোনের বিয়েতে থাকতে পারেননি ঢাবি ছাত্রলীগ সভাপতি, দেখা হলো রাস্তায়

নূর নিউজ

‘নূর নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু’

নূর নিউজ