শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টিপাত আমিরাতে

চলতি বছরের শীতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও পড়েছে ব্যাপক শীত। এই শীতের মধ্যেই শুক্রবার উপসাগরীয় অঞ্চলের এ দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেতের সংখ্যা ৭টি— রাজধানী আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইন। এর মধ্যে শুধু আজমান ব্যতীত বাকি ৬টি এমিরেতেই বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা, আল জাদাফসহ দুবাইয়ের সব এলাকায় বর্ষণ হয়েছে।

এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি জানিয়েছে, আজ শুক্রবার দুবাইয়ের বিভিন্ন এলাকা আবু ধাবির ঘানাদাহ এলাকায় ভারী বর্ষণ হয়েছেন। এছাড়া আস আল খামিয়াহ এমিরেতের ঘালিলা, আধেন, ফুজাইরাহর আল ইক্কাহ, আল মাদাম, সুহাইলা, শারজাহ এমিরেতের আল ধাইদ এবং উম আল কুয়াইনের আল রাওদায় হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে।

বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে কুয়াশাও। আবহাওয়ার এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের জেরে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালকদের বিশেষ ভাবে সতর্ক থাকা এবং গাড়ি ধীরে চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ সারাদিন দেশজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে আবহওয়া দপ্তরের বিবৃতিতে। তবে আগামীকাল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর।

সূত্র : গালফ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৬৭ সদস্যের ঢাকা ত্যাগ

নূর নিউজ

দিল্লির আদালতে গোলাগুলি, গ্যাংস্টারসহ নিহত ৪ (ভিডিও)

নূর নিউজ

উপসাগরীয় দেশগুলো নিয়ে কেমন হবে চার্লসের দৃষ্টিভঙ্গি?

নূর নিউজ