করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে শুক্রবার বাদ জুম’আ জেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও খতমে ইউনুস আদায়।
বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অব্যাহত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতা, অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপনকারীদের সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসা, বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসী করোনা মহামারী থেকে মুক্তির লক্ষ্যে আজ শুক্রবার বাদ জুম’আ ব্রাক্ষণবাড়ীয়া জেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও খতমে ইউনুস আদায় করা হয়। ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ ও ব্রাক্ষণবাড়ীয়া’র শীর্ষ উলামায়ে কেরামদের আহবানে এই দোয়া ও খতমে ইউনুস আদায় করা হয়।
আজ শুক্রবার জুম’আর নামাজের শেষে করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে ইমামগণ স্ব স্ব মসজিদে বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে করোনাভাইরাস উঠিয়ে নিতে, করোনায় আক্রান্তদের পরিপূর্ণ সুস্থতা ও বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক করে দিতে মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া করেন।
আলেম উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী, সুশীলসমাজ সহ সমাজের সকল শ্রেণীর মুসল্লিগণ উক্ত দোয়ায় অংশ নেন।
অনুরূপভাবে জেলার সকল মাদ্রাসা, হেফজখানা, মহিলা মাদ্রাসায় খতমে ইউনুস আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
ব্রাক্ষণবাড়ীয়া থেকে।