শুধু গালি দিতেই পুলিশের জরুরি নাম্বারে ১২ হাজার বার কল দিলেন যুক্তরাষ্ট্রের এক নারী

জরুরি সেবার নাম্বারে কল করে পুলিশকে গালিগালাজ করার অভিযোগে কার্লা জেফারসন (৫১) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরে ১২ হাজার বার পুলিশকে গালিগালাজ করেছেন ওই নারী। এ ছাড়া ২৪ ঘণ্টায় তিনি ৫১২ বার গালিগালাজ করেন।

টাইমস নাও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কার্লা জেফারসন ফ্লোরিডার পিনেলাস কাউন্টির বাসিন্দা।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ জানান, কার্লা জেফারসন প্রতিদিনই পুলিশের জরুরি সেবার নাম্বারে কল করতেন। ফোন তোলা মাত্রই পুলিশ কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন তিনি।

প্রথমদিকে বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু ওই নারী প্রতিদিনই গালিগালাজ করতে থাকেন। তার গালাগালের মাত্রা সব সীমা ছাড়িয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এ সময় এ ধরনের কাজ না করার জন্য তাকে সতর্ক করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রথম মুসলিম মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

আনসারুল হক

‘ট্রাম্প চরমপন্থি, বাইডেন অযোগ্য’

নূর নিউজ

তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত

নূর নিউজ