সন্দেহের বশে মুসলিম শ্রমিককে হত্যা করায় দেশের শীর্ষ উলামায়ে কেরামের নিন্দা

আজ (২১ এপ্রিল) দেশের শীর্ষ উলামায়ে কেরাম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, গত ১৯ এপ্রিল ফরিদপুরের মধুখালীর এক মন্দিরে আগুনের ঘটনায় নিছক সন্দেহের বশে স্থানীয় হিন্দু সম্প্রদায় কর্তৃক দুই মুসলিম শ্রমিককে নৃশংসভাবে হত্যা ও পাঁচজনকে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় আমরা বাকরুদ্ধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, ফরিদপুরের এই জঘন্যতম হত্যাকান্ডের ঘটনায় আমরাসহ পুরো জাতি আজ স্তব্ধ। জনমনে বারবার একটাই প্রশ্ন ঘুরেফিরে তৈরী হচ্ছে, এই জঘন্য ঘটনার কারণ কি? মুসলমানদের বিরুদ্ধে কি পরিকল্পিতভাবে এই আস্ফালন দেখানো হচ্ছে? এই আস্ফালনের নেপথ্যে কারা? কেনইবা হঠাৎ ইসলাম নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এই আস্ফালন শুরু হয়েছে? আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মালম্বীদের কিছু উগ্র সন্ত্রাসী এই সাম্প্রদায়িক উস্কানি মূলক কর্মকাণ্ড শুরু করেছে। তারাই ফরিদপুরে দুইজন মুসলিম শ্রমিককে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। বর্বরোচিত নিপিড়ন চালিয়ে আরো পাঁচজনক আহত করেছে। আজ দেশের আলেম সমাজসহ পুরো দেশবাসী এর সমুচিত শাস্তির অপেক্ষায় আছে। দুঃখের বিষয় হলো এতো জঘন্য ঘটনা ঘটার পরেও সরকারের পক্ষ থেকে এখনোও পর্যন্ত দৃশ্যমান কোন আইনী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোনভাবেই বরদাশত করা যায় না। তারা আরো বলেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সরকার যদি দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে ব্যর্থ হয় এবং এরফলে দেশব্যাপী জনরোষ তৈরী হয়। আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এর সকল দায়দায়িত্ব একমাত্র সরকারকেই বহন করতে হবে। বিবৃতিদাতারা হলেন: আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী; মহাপরিচালক- জামেয়া আজিজুল উলুম ফটিকছড়ী, আল্লামা মুফতী খলিল আহমাদ কাসেমী; মহাপরিচালক- আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী, আল্লামা আবু তাহের নদভী; মহাপরিচালক- জামিয়া ইসলামিয়া পটিয়া, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী; মহাপরিচালক- জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, আল্লামা মুফতী জসিম উদ্দীন; সহকারী মহাপরিচালক- আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান; কো-চেয়ারম্যান- আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ, মাওলানা আব্দুল হামীদ- পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী মোমেনশাহী, মুফতী মুবারকুল্লাহ; মহাপরিচালক- জামিয়া ইউনুসিয়া বি-বাড়িয়া, আল্লামা তাজুল ইসলাম- পীর সাহেব ফিরুজ শাহ্ চট্টগ্রাম, আল্লামা আরশাদ রাহমানী; মহাপরিচালক- বসুন্ধরা ইসলামি রিচার্স সেন্টার, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী; মহাপরিচালক- মাদরাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী- পীর সাহেব দেওনা, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী মোমেনশাহী। মুফতী মাহফুজুল হক; মহাসচিব- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আল্লামা নূরুল ইসলাম আদিব; মহাপরিচালক- ওলামা বাজার ফেনী, মাওলানা আব্দুল আওয়াল; খতীব- ডিআইটি মসজিদ নারায়ণগঞ্জ, মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ; পরিচালক- মারকাযুস শায়েখ জাকারিয়া ঢাকা, আল্লামা মাহমুদুল হাসান; পরিচালক- ফতেহপুর মাদরাসা চট্টগ্রাম, আল্লামা লোকমান হাকিম; পরিচালক- মাজাহিরুল উলুম মাদরাসা চট্রগ্রাম, আল্লামা উসমান ফয়জী; পরিচালক- জামিয়া ইসলামিয়া হামিউস-সুন্নাহ মেখল চট্টগ্রাম, আল্লামা নূরুল হক বটগ্রাম-কুমিল্লা, মাওলানা খাবায়েব; মহাপরিচালক- জিরি মাদ্রাসা পটিয়া, মুফতী হাবিবুর রহমান; মহাপরিচালক- নাজিরহাট রড় মাদ্রাসা ফটিকছড়ি, মাওলানা ইসমাইল নূরপুরী; মুহতামিম- বুয়াকুর মাদরাসা নরসিংদী, মাওলানা আব্দুল বাসেত আজাদ; আমীর- খেলাফত মজলিস বাংলাদেশ, আল্লামা ওবাইদুল্লাহ ফারুক; শাইখুল হাদীস- জামিয়া মাদানিয়া বারিধারা, আল্লামা মুস্তাক আহমাদ; মহাপরিচালক- দারুল উলূম খুলনা, মাওলানা আনোয়ারুল করিম; মহাপরিচালক- রেলওয়ে মাদরাসা যশোর, মাওলানা আব্দুর রব ইউসুফী; মুহতামিম- জামেয়া শায়খ জাকারীয়া রামপুরা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব; প্রিন্সিপাল- জামিয়া কাছিমিয়া আশরাফুল উলুম ঢাকা, মাওলানা সরওয়ার কামাল আজিজি; সভাপতি- নেজামে ইসলাম পার্টি, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া; মুহতামিম- জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুর, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী; মহাসচিব- আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, মাওলানা ইউনুস; মহাসচিব- তানজিমুল মাদারিসিল আরাবিয়া রংপুর, মাওলানা আব্দুল হক হক্কানী; পরিালক- জামিল মাদরাসা বগুড়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি; মহাসচিব- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাওলানা আহমাদ আলী কাসেমী; নায়েবে আমীর- হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাওলানা নাজমুল হাসান কাসেমী; মুহতামিম- জামিয়াতুন নূর আল কাসিমিইয়াহ উত্তরা, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী; যুগ্ম মহাসচিব- হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুফতী মুনির হুসাইন কাসেমী; মুহতামিম- জামিয়া মাদানিয়া বারিধারা, মাওলানা শাব্বির আহমাদ রশিদ; মহাপরিচালক- আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, মাওলানা জালালুদ্দীন আহমাদ; মহাসচিব- বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা খোরশেদ আলম কাসেমী ঢাকা, মাওলানা রশিদুর রহমান ফারুক; পীরসাহেব বরুণা- মৌলভীবাজার, মাওলানা শওকত হুসাইন সরকার; মুহতামিম- দারুল উলূম দত্তপাড়া নরসিংদী, মুফতী বশিরুল্লাহ; সাংগঠনিক সম্পাদক- হেফাজতে ইসলাম বাংলাদেশ, সুলতানুল ওয়ায়েজীন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী; মুহতামিম- মারকাযুত তারবিয়া সাভার, মাওলানা লোকমান মাজহারী মিরপুর, মাওলানা হাসান জামিল; মুহতামিম- দারুল উলূম রূপগঞ্জ, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী; সহকারী মহাসচিব- হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাওলানা আতাউল্লাহ আমিন; যুগ্ম মহাসচিব- বাংলাদেশ খেলাফত মজলিস, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী; মহাপরিচালক- জামিয়াতুল মানহাল উত্তরা, মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজগঞ্জ, মাওলানা জহুরুল ইসলাম; মুহতামিম- জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও, মুফতী মাসঊদুল করীম গাজীপুর, মাওলানা সাঈদ নূর; পীর সাহেব মানিকগঞ্জ, মুফতী আনিসুর রহমান; মুহতামিম- বাবুস সালাম মাদরাসা বিমানবন্দর, মাওলানা হেলাল উদ্দীন পীর সাহেব ফরিদপুর, মাওলানা আকরাম আলী ফরিদপুর, মাওলানা ওবাইদুর রহমান মাহবুব; মুহতামিম- জামিয়া মাহমুদিয়া বরিশাল, মাওলানা কামরুজ্জামান; মুহতামিম- শামসুল উলুম খাবাশপুর মাদরাসা ফরিদপুর, মাওলানা আব্দুল হালিম; মুহতামিম- খাজা মঈনুদ্দীন চিশতী মাদরাসা বাজার রোড বরিশাল, মাওলানা নজরুল ইসলাম সিরাজগঞ্জ, মাওলানা আব্দুল্লাহ; মুহতামিম- ব্যাংক কোলিনী মাদরাসা সাভার, মাওলানা আলী আকবর; মুহতামিম- যাদুরচর মাদরাসা সাভার, মাওলানা মুনিরুজ্জামান; মুহতামিম- বাইতুন নূর মাদরাসা যাত্রাবাড়ী, মাওলানা তোফাজ্জল হক আজিজ- সুনামগঞ্জ, মাওলানা মুফতী মুহিউদ্দিন মাসুম; মুহতামিম- জামিয়া সুবহানিয়া ধউর উত্তরা, মাওলানা আব্দুল বাসির; মুহতামিম- জামিয়া মাদানিয়া সুনামগঞ্জ, মুফতী কামাল উদ্দীন; মুহতামিম- জামিয়া মাহমুদিয়া ডিয়া বাড়ি উত্তরা, মাওলানা এনামুল হক মুসা; মহাসচিব- বাংলাদেশ আইম্মাহ্ পরিষদ, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া; খতীব- গাউসিয়া মার্কেট মসজিদ ঢাকা, মুফতী মাহবুবুর রহমান; মুহতামিম- বাইতুল আমান মসজিদ মাদরাসা কম্প্লেক্স মোহাম্মদপুর ঢাকাসহ প্রমুখ উলামায়ে কেরাম।

এ জাতীয় আরো সংবাদ

সরকারিভাবে আজ থেকে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা

নূর নিউজ

দেশের গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলো কখন কোথায়

নূর নিউজ

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নূর নিউজ