হুজুরের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনে চাঁদা দাবি করায় ভুয়া সাংবাদিক গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ায় সরওয়ার উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দৈনিক পূর্বকোণের।

বুধবার (২৫ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরুমচড়ার সামশুল ইসলামের ছেলে।

জানা গেছে, কয়েকদিন আগে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ এনে শিক্ষককে জোর করে স্বীকারোক্তিমূলক ভিডিওর ধারণ করেন সরওয়ার। ভিডিওটি জোর করে ধারণ করে টাকা দাবি ও হুমকি দেয়ার অভিযোগ এনে সরওয়ার ও ফোরকান উদ্দিন (৩২) নামের দুইজনকে আসামি করে থানায় মামলা করেন মো. ফোরকান (৪০)। পরে সরওয়ারকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন সেই শিক্ষক। প্রাথমিক তদন্তে আমরা দেখেছি সেই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। মামলাটি এখন তদন্তাধীন। এর বাইরে বিস্তারিত কিছু বলতে পারছি না এই মুহূর্তে।

মারকাজুল কোরআন মাদ্রাসার ফেইসবুক পাতায় এক ভিডিও বার্তায় ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান জনাব এম এ কাইয়ুম শাহ বলেন, মাদরাসাটি আমার তত্ত্বাবধানে ছিল। ঘটনাটি জানতে পেরে আমি মাদরাসায় এসে যাচাই করে দেখি যে, ঘটনাটা মিথ্যা। হুজুরের কাছ থেকে টাকা খাওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে নিউজ করা হয়েছে।

মারকাজুল কোরআন মাদ্রাসার এক শিক্ষক বলেন, হুজুরকে অন্য থানার এক এলাকায় খবর দিয়ে নিয়ে গিয়ে চাপে ফেলে উক্ত ভিডিও ধারণ করা হয়েছিল, যা পরে উক্ত ভুয়া সাংবাদিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গাদের মধ্যে সর্বপ্রথম টিকা পেলেন মোহাম্মদ সফি

নূর নিউজ

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে চান মিল মালিকরা

নূর নিউজ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্তদের পাশে মাওলানা ফজলুর রহমান

নূর নিউজ