সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিল শিক্ষার্থীরা

বাসভাড়া হাফ করার দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সায়েন্সল্যাব থেকে সরে গেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া সমাবেশ শেষ হয় বেলা দেড়টার দিকে।

অন্যান্য দিনের মতো আজও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এদিন ঢাকা কলেজ, আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অবরোধে নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়। গণপরিবহন বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকরা খারাপ আচরণও করেছে। আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই।

এসময় ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আবার তারা মাঠে নামবেন বলে জানান।

এদিকে একই দাবিতে গত ২০ নভেম্বর রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওইদিন দুপুর ১২টার দিকে স্থানীয় বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে হাফ পাসের দাবিতে মিছিল এবং বিক্ষোভ করে।

এ জাতীয় আরো সংবাদ

শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধের দাবি ১২ সংস্থার

নূর নিউজ

রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে অটোরিকশা: সেতুমন্ত্রী

আলাউদ্দিন

বাইরাইনে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের সুযোগ

আনসারুল হক