সীমিত আসনে ভর্তি নেবে দারুল উলূম ঢাকা

আরাফাত নুর;

রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম ঢাকা, খিলগাও, নবীনবাগ মাদরাসায় ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বুধবার (১৭ এপ্রিল, ৭ শাওয়াল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।

ঢাকার প্রানকেন্দ্র নবীনবাগ, খিলগাওয়ে অবস্থিত এই মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের জন্য সীমিত আসনে ভর্তি নেয়া হবে বলে জানা গেছে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্য দেশব্যাপী ছড়িতে দিয়ে সক্ষম হয়েছে। দক্ষ ও পরিশ্রমী শিক্ষকমন্ডলির মাধ্যমে আবাসিকভাবে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হয়েছে।

কোটা পূরণের পূর্বেই ভর্তি হতে আগ্রহী সকল শিক্ষার্থীকে ফরম সংগ্রহ করে যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিশেষভাবে আহবান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

যেসকল  বিভাগে ভর্তি নেয়া হবে: আদর্শ নূরানী বিভাগ, নাজেরাতুল কুরআন বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, কিতাব বিভাগ  (ইবতিদাইয়্যা থেকে জালালাইন ) পর্যায়ক্রমে তাকমিল দাওরায়ে হাদিস পর্যন্ত ও এক বছর মেয়াদী মান সম্মত ইফতা (ইসলামী আইন ও গবেষণা বিভাগ)।

ভর্তির নিয়মাবলি

ভর্তি ইচ্ছুক সকল ছাত্রকে এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, এন আইডি ফটোকপি/জন্ম
সনদের ফটোকপি সাথে আনতে হবে।

প্রতিদিন সকাল ০৮টা থেকে ১২ টা, দুপুর ২.৩০ মিনিট থেকে আসর ও মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

যে সমস্ত ওলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে চলবে ইফতা বিভাগ:

শায়খুল হাদীস মুফতি হাফিজুদ্দীন, নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ

মুফতি আবু ইউসুফ, প্রধান মুফতি, চৌধুরীপাড়া মাদরাসা

মুফতি সাইফুল ইসলাম কাসেমী, পরিচালক অত্র মাদরাসা ও সাবেক সিনিয়র মুহাদ্দিস শায়খ জাকারিয়া

মুফতি ইসমাইল হুসাইন, পরিচালক অত্র মাদরাসা

মুফতি সাইফুল্লাহ- পরিচালক ও মুহতামিম অত্র মাদরাসা

মুফতি ফজলুল হক,পরিচালক অত্র মাদরাসা ও সাবেক মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস শায়খ জাকারিয়া

মুফতি মতিউর রহমান-,সাবেক সিনিয়র মুহাদ্দিস শায়খ জাকারিয়া

মুফতি এমদাদুল ইসলাম, সাবেক সিনিয়র মুহাদ্দিস শায়খ জাকারিয়া

মুফতি আজিজুল ইসলাম কাসেমী,খতিব ও বিশিষ্ট ইসলামিক আলোচক, যাত্রাবাড়ী,

মাওলানা রফিকুল ইসলাম কাসেমী, খতিব, মহানগর হামে মসজিদ

এ ছাড়াও আরও অনেক যোগ্য ও অভিজ্ঞ উস্তাযগণ নিয়মিত সময় দিবেন, ইনশা আল্লাহ।

মাদরাসা কর্তৃপক্ষ পরিশ্রমী, এতিম, মেধাবী, গরীব, অস্বচ্ছল ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল শিক্ষার্থীদেরকে ফ্রি খাবারের পাশাপাশি বিভিন্নভাবে পুরস্কার দিয়ে থাকে।

সার্বিক যোগাযোগ: মুফতি ইসমাইল হুসাইন- ০১৯১১০৫৯৬২৭

এ জাতীয় আরো সংবাদ

খাবারের সময় মাথা ঢেকে রাখা কি সুন্নত?

নূর নিউজ

আগুনে পুড়িয়ে মানুষ মারা নিয়ে ইসলাম যা বলে

নূর নিউজ

গোপন বৈঠকের অভিযোগে, বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

নূর নিউজ