সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সুইডেন চরম অসভ্য এবং গর্হিত কাজ করেছে যার প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা মূলত গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করতে চায়। সুইডেন শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করতেই এ ঘটনা ঘটিয়েছে। মাওলানা ইউনুছ আহমাদ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানরা যখন পবিত্র ঈদুল আযহা নিয়ে ব্যস্তÍ, তখন মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে কোরআনকে অপমান একটি জঘন্য কাজ। পৃথিবীর কোটি কোটি মুসলমান এই মূহুর্তে মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্টতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করে। প্রয়োজনে মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়ে চরম শিক্ষা দেয়ার প্রয়োজন। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার দিনে মসজিদের পার্শে পবিত্র কোরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে যুক্ত পশুরূপী মানুষেরাইবিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।