সুইডেনে ১ হাজার কপি ‘তাহফিজ কুরআন’ পাঠাবেন শায়খ নেছার আহমাদ আন নাছিরী

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী। প্রাথমিকভাবে তিনি এক হাজার কপি ‘তাহফিজ কুরআন’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১২ জুলাই) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি পবিত্র কুরআনকে। কিন্তু শান্তি প্রিয় মুসলিম জাতিকে উস্কে দিতে কিছু উগ্রবাদী বিভিন্ন দেশে কুরআন পোড়ানোর মতো জঘন্য কাজ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিশ্বজয়ী হাফেজ গড়ার এই কারিগর বলেন, তারা যেহেতু কুরআনের পাণ্ডুলিপি পোড়ানোর টার্গেট নিয়েছে, তাই আমরা উদ্যোগ নিচ্ছি কীভাবে সেসব জায়গায় কুরআনের চর্চা আরো ব্যাপক করা যায়। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি কয়েক হাজার ‘তাহফিজ কুরআন’ সুইডেনে পাঠাবো। এগুলো সেখানের মসজিদ, ইবাদতখানা ও মুসলমানদের কাছে পৌছে দেয়া হবে ইনশাআল্লাহ।

শায়খ নেছার আহমাদ আন নাছিরী জানান, এ বিষয়ে আমাদের একটি মিটিং সম্পন্ন হয়েছে। আমরা সুইডেনে আমাদের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। তাছাড়া বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি দ্রুতই আমাদের উদ্যোগ বাস্তবায়ন হবে।

এদিকে কুরআন পোড়ানোর প্রতিবাদে মঙ্গলবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২শ’ হিফজুল কুরআনের শিক্ষক নিয়ে মানববন্ধন করেছেন শায়খ নেছার আহমাদ আন নাছিরী। আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত কুরআনিক বিশ্ববিদ্যালয়ের সামনে আরো একটি মানববন্ধন করবেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যেবৃদ্ধিতে মানুষ দিশেহারা

নূর নিউজ

এবারের রমজানেও বন্ধ থাকছে উমরা-ইতিকাফ!

আলাউদ্দিন

আরবি ভাষায় দক্ষতা পরীক্ষা চালু করল সৌদি

নূর নিউজ