সুনামগঞ্জে বর্তমান সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ জেলার
শান্তিুগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর, কামরুপদলং ও কাকিয়াপার গ্রামে আজ ২৪ মে,মঙ্গলবার সকাল ১২ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পাগলা বাজার গণষ্বাস্থ্য কেন্দ্রে মাধ্যমে বন্যা দূর্গত ৬ শত পরিবারের মধ্যে শুকনো খাবার বন রুটি বিতরণ করা হয়। বন্যার্থদের মাঝ নৌকার মাধ্যমে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় পরিচালক মোঃ আব্দুল আওয়াল, উপকেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদ, সিনিয়র ফার্মাসিস্ট ইমাম বনী আল হাসান, আমির হোসেন, রফিক, হেলাল, জমির, কাইয়ুম সহ পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ।
অনুরূপভাবে সিলেটে বর্তমান সৃষ্ট বন্যায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে বন্যা দুর্গত মানুষের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ সহায়তা দেওয়া হয়।
গতকাল ২৩ মে সোমবার রাত ৯ টা হতে ১২.৩০ ঘটিকা পযর্ন্ত উক্ত এলাকায় আশ্রয় কেন্দ্রে এবং বাড়িতে বাড়িতে গিয়ে শুকনা খাবার বন রুটি পৌঁছাই দেওয়া হয়। ৩০০ টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
উক্ত ত্রাণ সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক সোহরাব আহমদ, বিশ্বনাথ নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মফিজ আলী, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ ইমাম বনি আল হাসানসহ নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীগণ।